আজ শেষ হলো পাক-ভারত হাই-ভোল্টেজ ম্যাচ। কালই আবার মাঠে নামবে ভারত। এবার তাদের প্রতিপক্ষের নাম স্বাগতিক বাংলাদেশ। যাদের কাছে গত আসরের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত।

এই ম্যাচটাও হাই-ভোল্টেজ। কারণ বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দল, আর ভারত ৫ বারের শিরেপা জেতা দল। তবে পরিসংখ্যানের হিসেবে ভারতকে এগিয়ে রাখতেই হবে। কারণ ১১ বারের মোলাকাতে ভারত ১০ বার আর বাংলাদেশ ১ বার জয় পেয়েছে।

ফেভারিটের প্রশ্নটা সব সময়ই যেকোন ম্যাচের আগে সামনে চলে আসে। কালও ফেভারিট কে, এ প্রশ্নটা বার বার সামনে এসেছে। কারণ চলতি নারী এশিয়া কাপে বাংলাদেশ যে থাই নারীদের হারিয়েছে ৯ উইকেটে, সেই থাই নারী দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ৪ উইকেটে। আবার পাকিস্তান ৯ উিইকেটে বৃষ্টির সুবিধা নিয়ে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দেয়। এছাড়া আজ পাক দল ১৩ রানে শক্তিশালী ভারতকে হারিয়েছে। তাই কে যে ফেভারিট তা বলা মুশকিরই বটে।

মাঠে ব্যাটে-ভের যে দল সফলতা দেখাবে সেই জয়ী হবে। এটা জানা তথ্য,সেই হিসেবটা মাথায় রেখে আজ সকালে অনুশীলনে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেহেতু কাল ভারতের মতো তারকা দলের বিপক্ষে ম্যাচ তাই সাংবাদিকরা কিছু শুনতে চাইবেই।

মিডিয়ার চাহিদা মেটাতে উপস্থিত হয়েছিলেন মুর্শিদা খাতুন। তিনি সাংবাদিকদের সিলেট ক্রিকেট স্টেডিয়াম বলেন, ‘দেখেন, ওরা তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক ভালো। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো। ওরা অনেক ভালো আমাদের থেকেও। আমরাও মোটামুটি ভালো শেপে আছি ব্যাটার কয়েকজন। আমরা যদি নিজেদের প্রসেস অনুযায়ী খেলতে পারি, রোল অনুযায়ী খেলতে পারি ইন শা আল্লাহ ভালো কিছু হবে।’

ভারতীয়দের তিন বিভাগ সম্পর্কে মুর্শিদা বলেন, ‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও সিমিলার কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।

ইন শা আল্লাহ দেখা যাক। যে প্রসেস অনুযায়ী আমাদের বোলিং এগিয়ে যাচ্ছে সালমা আপু আছে, মেঘলা আছে, নাহিদা আছে। উনারা অনেক ভালো করছে। যদি ওই ফ্লোতে যায়, ইন শা আল্লাহ ভালো কিছু হবে।

ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সবসময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের রোল অনুযায়ী খেলবো কে বল করছে ওটা দেখবো না। আমি যেটা খেলতে পারি ওটাই চেষ্টা করবো।

অবশ্যই। ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে। তৃষ্ণা সিলেটে খুব ভালো করেছে। ন্যাশনাল লিগে, আমাদের ক্যাম্পে; সিলেটের উইকেট ওর জন্য সবসময় ভালো। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছে, ওর আত্মবিশ্বাস বেশি থাকবে ‘