বাংলাদেশের বিপক্ষে ৪১ রানে অল-আউটের পর আজ সিলেটে নারী এশিয়া কাপের আসরে গ্রুপ ম্যাচে মালেশিয়ান নারী ক্রিকেট দল ৩৩ রানে অলআউট। লঙ্কান বোলারদের তোপে মালেশিয়ান নারী ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। ৭ জন ব্যাটার শূণ্য রানে আউটের ম্যাচে  হেরেছে ৭২ রানে। লঙ্কানদের এটা ৩য় জয়।

টস জিতে লঙ্কান নারী ক্রিকেট দল আগে ভাগে ব্যাট করতে নেমে ১০৫ রান জমা করে ৭ উইকেটে। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে অধিনায়ক চামারির আতাপাতুর ৩৪ বলে ২১ রান, নিলাকশি ডি  সিলভার ২৩ বলে ২১, আনুসকার ১৪ বলে ১৪, শেষ দিকে ওসাদির ১৮ বরে ২৪ রানে ১০৫-এ পা রাখে লঙ্কান মেয়েরা।

মালেশিয়ান নারী ক্রিকেট দলের একমাত্র ভরসার নাম ওপেনার ইলশা হান্টার। তিনি যতোটা সময় আছেন ততোটা সময় মালেশিয়ান স্কোর বোর্ড সচল থাকে। এটা আসরে প্রমাণিত হয়েছে মালেশিয়ার প্রতিটি ম্যাচেই। আজ ইলশা হান্টা ১৮ রানেই শেষ হয়ে গেলেন বোল্ডে হয়ে।

বাকীরা কেউ লঙ্কান বোলিং তাপ সামলাতে পারেনি। সোজা কথায় দুই অংকের ঘরে কেউ পা-ই রাখতে পারেনি। স্কোর টা ছিল এ রকম- ৬,১৮,০,০,৪,০,১,০,০,০,০=৩৩ রান! ১১ জনের মধ্যে ৭ জনেই শূণ্য রানে আউট!

লঙ্কান বোলার মালশা ১.৫ ওভারে মাত্র ২ রান দিয়ে শিকার করেছেনি ৪টি উইকেট।