বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ই-নথি বিষয়ক দুইদিন ব্যাপী (১৭-১৮ অক্টোবর) প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেনের সঞ্চালনায় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. আসিফ রেজা অনীক উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সু-শাসন প্রতিষ্ঠা, দূর্নীতি হ্রাস করা এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনায়নে ই-নথি অত্যন্ত কার্যকরী। ই-নথি বিষয়ক প্রশিক্ষণে দক্ষতা অর্জন করে ফাইল ওয়ার্ক ও কাগজের ব্যবহার এক সময় বন্ধ হয়ে যাবে। অফিস সমূহে জনবল সংকট দূরসহ আর্থিক সাশ্রয় হবে।