বাগেরহাটের রামপালে নিখোঁজের চারদিন পারে নীহারিকা হালদার (৭০) নামের পুলিশ সদস্যের বৃদ্ধা মায়ের অর্ধগলিত লাশ বেতকাটা গ্রামের বাড়ীর তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। নিহত নীহারিকা হালদার রামপাল উপজেলার বেতকাটা গ্রামের মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী ও তার ছেলে বাবলু হালদার পুলিশ সদস্য। নিহতের লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, উপজেলার উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামের মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী নীহারিকা হালদার বাড়ীতে একাই থাকতেন। শুক্রবার রাত থেকে তার মোবাইলে তার কোন খোঁজ পাচ্ছিলেনান স্বজনেরা। সোমবার সন্ধ্যায় পুলিশ ওই বাড়ীতে গিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে গন্ধ পেয়ে লেপ-তোষকের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে চারদিন ধরে নিখোঁজ নীহারিকা হালদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের ক্লু বের করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাট প্রতিনিধি