বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২০ আগামী শুক্রবার থেকে (২৮ অক্টোবর) দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ের সরকারি বে-সরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ৩ লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং নারী ১ লাখ ৪৬ হাজার ২৮১ জন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট WWW.bou.ac.bd থেকে জানা যাবে। প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।