ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ২৩ ঘণ্টা মাদারীপুর জেলায় বিদ্যুৎ বন্ধ ছিল।
এদিকে ঝড়ো বাতাসে সোমবার রাত ৮ট থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। শতাধিক গাড়ি সড়কের দুইপাশে আটকে ছিল। পরে হাইওয়ে পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সোমবার রাত ৭টার পর থেকে মাদারীপুরে বাড়ে বাতাসের বেগ। একই সাথে বৃষ্টির পরিমাণও বাড়ে। ফলে জেলার নিম্নাঞ্চলসহ অনেক স্থানেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এদিকে জেলার পদ্মাবেষ্টিত শিবচরের চরাঞ্চলের নদীরপাড় ঘেঁষা বাসিন্দাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বড় কোন ধরণের সমস্যা হয়নি। তবে কৃষকদের কিছুটা ক্ষতি হয়েছে। আমি কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, ক্ষতিপূরণ নিরূপন করে কৃষকদের পাশে দাঁড়াতে। আর কি ধরণের ক্ষতি হয়েছে, আমরা রিপোর্ট করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবো। আপাতত বড় কোন সমস্যা নেই।

সাবরীন জেরীন,মাদারপিুর।