মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে না-কি দেশ খালেদা জিয়ার কথায় চলবে, আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই তারা কিভাবে সরকার গঠন করবে? কিভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন- তা পরিস্কার করুন। আপনারা সংবিধানের কোন্ বিধানে ক্ষমতায় আসবেন। ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি-না আপনারা এটা পরিস্কার করেন। বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখনো হবে।

সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বিএনপি দেশকে আবারও ব্যার্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্ণীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি শামছুর নাহার ভূঁইয়া, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি এবং সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ-সভাপতি হিসাবে অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসাবে আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন।