নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ শীর্ষক শ্লোগানে রেখে পিরোজপুরের নেছারাবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠী শাখা।আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে ২০২২ ( ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূকাঠী অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মিরা রানী চৌধুরীম সাধারণ সম্পাদক রহিমা খাতুন, বরনালী কর, লিগ্যাল এইড সম্পাদক নাজনীন মোরশেদ এবং সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি মহিলা পরিষদও কাজ করছে। তবে, এই লক্ষ্য অর্জনের জন্য নারী আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনকেও জোরদার করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা ও সামাজিক অনাচার প্রতিরোধে তৃণমূলের নারী-পুরুষ, তরুণ-তরুণীদের সাথে সচেতনতা বৃদ্ধিমূলক সভা এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হবে।