নির্ধারিত সময়ে ১৪ রাজনৈতিক দলকে নিবন্ধন সংক্রান্ত তথ্য দেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন। তবে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে তথ্য সরবরাহ করেনি দলগুলি। তাই শোকজ করেছে ইসি।

নিবন্ধিত এসব দলের সভাপতি বা সাধারণ সম্পাদককে শোকজের চিঠি দিয়েছে ইসি। চিঠিতে তথ্য না দেওয়ার ব্যাখ্যা চাওয়া হয়েছে। শোকজের জবাব দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) ১৪টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছে ইসি সচিবালয়।

ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর দেওয়া মাঠ পর্যায়ের ওইসব তথ্য সঠিক কিনা তা খতিয়ে দেখার পরিকল্পনা করছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদন পেলে এ কার্যক্রম শুরু হবে।

শোকজ করা দলগুলো হচ্ছে- বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসিতে নিবন্ধিত ৩৯টি দলের কাছ থেকে নিবন্ধন শর্ত প্রতিপালন সংক্রান্ত তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর চিঠি দেওয়া হয়। তাদের গত ২৪ নভেম্বরের আরপিওর অনুচ্ছেদ ৯০(খ) এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ এর বিধি ৯-এ উল্লিখিত শর্ত প্রতিপালন সম্পর্কে তথ্য দিতে বলা হয়।