বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার ২য় দিন অনুস্থিত হয়েছে।
বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এসময় সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.রামপদ রায়, সিরাজগঞ্জ জেলা মৎস কর্মকর্তা শাহিনুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব) কৃষিবিদ মো: কামাল উদ্দিন তালুকদার,
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটউট সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.আব্দুল মজিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোসালিন জোবিন তুরিন সহ অন্যান্য কর্মকর্তারা।

উক্ত প্রশিক্ষণে উপ সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, শিক্ষক-শিক্ষিকা, পরিবার কল্যান সহকারী, মৎস অধিদপ্তর, প্রানীসম্পদ বিভাগ, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে।

মারুফ সরকার, সিরাজগঞ্জ