পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন, নারী ও সুবিধা বঞ্চিত মানুষের ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধ গড়ার লক্ষ্যে তিনদিন ব্যাপী মেলা গাজীপুরের কাপাসিয়ায় শুরু হয়েছে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত এ মেলা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খোকন, প্রমুখ। মেলায় নানা ফুল, ফল ও ঔষধি গাছের চারা, বিভিন্ন ফল ও সবজি, হস্তশিল্প সামগ্রী, মৃৎশিল্প সামগ্রী, কার্পাস তুলা, এক্যুরিয়ামের মাছ, কৃষি বীজ ও কীটনাশক, বন্ধু চুলা ও বইয়ের প্রায় অর্ধশত স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।