ভোলায় দলীয় সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির, সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কালিনাথ রায়ের বাজারে অবস্থিত ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছে না।তারা জানে আন্দোলন সংগ্রাম করলে এই অবৈদ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার রাতের ভোটের সরকার, নিশিরাতের সরকার। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং যারা এর প্রতিবাদ করছে তাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান তারা।

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি