রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পাল্টা সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তবে ছাত্রলীগের নেতারা বলছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস স্মরণে তারা শাহবাগে অবস্থান করছেন।

ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।

তানভীর হাসান বলেন, ‘এটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে ঢাবি ছাত্রলীগের ছাত্র সমাবেশ। তবে বিএনপি যদি কোন নাশকতা করতে চায়, তাহলে আমরা সজাগ আছি। আমরা ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের জান মালের নিরাপত্তার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে।