বসন্ত আর ভালবাসা দিবসের ক্ষণে নতুন গান নিয়ে এলেন সাফিকা নাসরিন মিমি। তিনি গেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘বসন্ত এসো’। গানের সঙ্গে ব্যবহৃত হয়েছে একটি কবিতাও। এ কবিতা লিখেছেন হায়াত কামাল। গানের সঙ্গে কবিতাটি আবৃত্তি করেছেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। গানটি প্রকাশ হয়েছে ১৩ ফেব্রুয়ারি। এতে সরোদ বাজিয়েছেন সুরকার এবং সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। এ গানের সংগীতায়োজন করেছেন সজীব দাস।

এ গান নিয়ে সাফিকা নাসরিন মিমি বলেন, ‘এ আয়োজনে গান, কবিতা ও বসন্ত মিলেমিশে এক হয়েছে। হায়াত কামালের লেখা কবিতা আবৃত্তি করেছেন আমাদের প্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। সরোদের যাদুর সুরে আমাদের গান-কবিতার মেল বন্ধনকে প্রাণবন্ত করেছেন তানিম হায়াত খান রাজিত। এখন পর্যন্ত গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি দর্শক শ্রোতাদের কাছ থেকে।’

গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর ভিডিও তৈরির আইডিয়া ও পরিচালনাও করেছেন সাফিকা নাসরিন মিমি। ডিওপি এবং এডিটিং করেছেন খোকন কর্মকার।