আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সারাবাংলা এসএসসি ৯১। আজ মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী প্যানেল থেকে বন্ধু তৌফিকুল ইসলাম, জিল্লুর রহমান জুয়েল, খুরশিদ আহমেদ সিদ্দিক, নাইম মোহাম্মদ, জাকির সাঈদ, আফসানা বেগম, রোজিনা আক্তার ও লাভলী ইয়াসমিন উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকের রক্তের বিনিময়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল বাঙালি জাতি। বাংলা ভাষার এই মর্যাদা আমাদের অক্ষুণ্ন রাখতে হবে চিরকাল। আমরা যেন মাতৃভাষায় সমৃদ্ধ হতে পারি। আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ খুব লক্ষ্য করা যাচ্ছে। ভাষা প্রয়োগে সচেতন হব সবাই এই প্রত্যাশা করি।

১৯৫২ ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।