আজ ১৭ মার্চ ২০২৩ ইং শুক্রবার ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত হলো ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান। বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার বিকাশের লক্ষ্যে প্রামাণ্যকার পর্ষদ প্রবর্তিত ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ এর আয়োজন করা হয়। ২১টি প্রামাণ্যচিত্রের মধ্য থেকে বিচারকদের বিচারে মধ্যদৈর্ঘ্য শাখায় ‘চলচ্চিত্রাচার্য আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ এবং এক লক্ষ টাকা অর্থ পুরস্কার অর্জন করে রাওয়ান সায়েমা পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ডিকোডিং জেন্ডার (Decoding Gender)’। স্বল্পদৈর্ঘ্য শাখায় ‘চলচ্চিত্রকার তারেক মাসুদ শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’ পুরস্কার এবং পচাত্তর হাজার টাকা অর্থ পুরস্কার অর্জন করে চৈতন্য রাজবংশী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মাটিশ্বর’।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাণে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট চিত্রগ্রাহক ও শিক্ষক মোঃ মকসুদুল বারীকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার শায়ান। সবশেষে প্রদর্শিত হয় পুরস্কৃত ২টি প্রামাণ্যচিত্র।

আগামীকাল ১৮ মার্চ ২০২৩ ইং শনিবার আয়োজনের শেষ দিনে প্রতিযোগিতার প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে। এবং উদ্বোধনী প্রদর্শনী হবে প্রামাণ্যকার ব্রাত্য আমিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘কোম্পানিদেশ’। বিকাল ৩ঃ০০টায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার প্রেক্ষাপট’ শীর্ষক এক মত বিনিময় সভা।