মাঠের বাইরে নানা সময়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা মেলে সাকিব আল হাসানের। কখনো ব্যবসায়ী সাকিব, কখনো রাধুনি সাকিব, কখনো অভিনেতা সাকিব আবার কখনো দেখা মেলে মানবিক সাকিবের৷ তবে ‘ছাত্র’ সাকিবের দেখা পাওয়া বিরল ঘটনা। কিন্তু এবার এআইইউবি’র সমাবর্তন অনুষ্ঠানে দেখা গেল ছাত্র সাকিব আল হাসানকে। এআইইউবি’র সমাবর্তনের মঞ্চে কালো-সবুজ গাউন গায়ে দেখা মেলে সাকিব আল হাসানের। ৩৫ বছর বয়সে এসে আজ গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন সাকিব। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে শিক্ষাক্ষেত্রের এই স্বীকৃতি নিলেন তিনি। ২০০৯-১০ সেশনে এআইইউবির বিবিএ ভর্তি হন সাকিব। তবে ক্রিকেটের ব্যস্ততার ফলে ভর্তির ১৪ বছর পর এসে আজ স্নাতক শেষ করলেন তিনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করার সম্মানসূচক মেডেল গ্রহণ করেন সাকিব। সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’ স্নাতক শেষ করে বেশ উচ্ছ্বসিত সাকিব আল হাসান। বিষয়টাকে টেস্ট ক্যাপ পাবার মতো আনন্দের বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘টেস্ট ম্যাচে যখন অভিষেক হয়েছিল (সমাবর্তনের কালো হ্যাট দেখিয়ে), ক্যাপটা যখন পেয়েছিলাম ঠিক সেই অনুভূতি হচ্ছে আজকে।’ সাকিব আরো যোগ করেন, ‘তিন বছর হয়ে গেছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করে জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা? আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার একটা স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’
বিবিএ পাশ করলেন সাকিব, বললেন টেস্ট ক্যাপ পাবার অনুভূতি হচ্ছে
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইনফিনিক্সেরতিন স্মার্টফোনসিরিজ থেকে বেছেনিনআপনারটি
বাংলাদেশের অন্যতমজনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডইনফিনিক্স। নিজেদেরযুগান্তকারী উদ্ভাবনদিয়েইতোমধ্যে বাজারেসাড়া ফেলেছেতারা। গ্রাহকদের জন্য আছেতাদেরতিনটি স্মার্টফোনসিরিজ। নোট, হট ও স্মার্ট সিরিজেরপ্রতিটি ফোনেরআছে অনন্য বৈশিষ্ট্য এবংঅসাধারণ সব ফিচার। গ্রাহকের...
বাংলাদেশে নতুন ডিজিটাল পাওয়ার ইনভার্টার নিয়ে এলো হুয়াওয়ে
বাংলাদেশের জন্য চারটি সোলার পাওয়ার ইনভার্টার উন্মোচন করেছে হুয়াওয়ে। ডিজিটাল জ্বালানির কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করে রাজধানীতে আয়োজিত সংশ্লিষ্ট অংশীজন ও ইপিসি সহযোগীদের জন্য আয়োজিত...
কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম
বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ করে দিতে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের আয়োজন করে...
বাংলাদেশে নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে সহযোগিতা চালিয়ে যাচ্ছে মেটা ও তাদের পার্টনারেরা
বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে মেটা, যা পূর্বে ফেসবুক কোম্পানি নামে পরিচিত ছিল।
আন্তর্জাতিক...
বাজারে হাজারো টিভি – কোনটা কিনবেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ডিজিটাল বিপ্লব – প্রতিটি ধাক্কা মানিয়ে নিয়েছে টেলিভিশন। ঘরোয়া বিনোদনের উৎস হিসেবে সুবিশাল বাক্স-আকৃতি থেকে শুরু করে এখনকার...