বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধে বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর এর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ বইটিতে। শনিবার (২৫মার্চ) সকালে প্রেসক্লাবের মুজিববর্ষ সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

বাগেরহাট জেলা পরিষদের অর্থায়ন ও সহযোগীতায় লেখক দিব্যেন্দু দ্বীপ একাত্তরের মুক্তিযুদ্ধের ‘বাগেরহাটের গণহত্যা, বধ্যভুমি ও গণকবর বইটি প্রকাশ করেছেন। জেলার নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এ বই থেকে, এমনটি আশা করেন মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আলোচকরা।

বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ্ব বাকী তালুকদার,সহ সাধারশ শেখ আজমল হোসেন।এসময়ে ৭১ এ গনহত্যায় শহীদ পরিবারের সন্তান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু