গাজীপুরে এক কারখানার নির্মানাধীন ভবনের ছাদে রড উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুর থানাধীন কেওয়া পূর্বখন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)।

কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আরিফুল ইসলাম ও নির্মাণ কাজের ঠিকাদার ইব্রাহিম খান জানান, গত কিছুদিন ধরে শ্রীপুর থানাধীন কেওয়া পূর্বখন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ কারখানার একটি ভবনের নির্মাণ কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের তিনতলায় লোহার রড তুলছিলেন কয়েক শ্রমিক। এসময় কিছু রড কাত হয়ে ভবনের সংলগ্ন ১১ হাজার ভোল্টের লাইনের উপর পড়ে। এতে তিনজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো কয়েক শ্রমিক আহত হন। এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই। তাদের শরীর কিছুটা ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।

শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।