এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বিশাল এ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই দলকে লিড এনে দেন পূজা দাস। এর দুই মিনিট পর সতীর্থের ফ্রি কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। বিরতিতে যাওয়ার আগে দলের স্কোরলাইন ৩-০তে নিয়ে যান অধিনায়ক রুমা আক্তার।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারো গোল উৎসবে মাতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৩ মিনিটে পূজা নিজের দ্বিতীয় গোলটি করেন। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বক্সেই বল পেয়ে যান পূজা। গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ফিরে আবারও গোল উৎসবে মাতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৩ মিনিটে পূজা নিজের দ্বিতীয় গোলটি করেন। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বক্সেই বল পেয়ে যান পূজা। গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এ মিডফিল্ডার।

৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করেন ৫-০। ৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোনো ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মেয়েরা।

বাংলাদেশ একাদশ : সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।