তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ প্রথা বাতিল করেছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার চিঠির প্রেক্ষিতে এ আদেশ দিয়েছে জ্বালানি বিভাগ। গত বৃহস্পতিবার জ্বালানি বিভাগের যুগ্ম সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

তিতাস ছাড়া অন্য দুই প্রতিষ্ঠান হলো গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (জিটিসিএল) এবং রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল)।

জ্বালানি বিভাগের সিদ্ধান্ত অনুসারে এমডির পাশাপাশি পরিচালক (অর্থ) এবং পরিচালক (অপারেশন) এই দুই পদেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না। তবে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ নিয়োগবিধি সংশোধন সাপেক্ষে এই তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে।