রুবেল মিনা বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানো হবে হুমকির প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে বোয়ালমারী থানা রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী,ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে বিচারের আওতায় আনতে হবে। তারা বলেন, শেখ হাসিনার প্রশ্নে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপোষহীন। শেখ হাসিনার কিছু হলে দেশের কোথাও কোন সংগ্রাম সমাবেশ না হলেও এই উপজেলা থেকেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা আগামী জাতীয় নির্বাচন পর্যন্তু বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৯ মে ‘সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠানো হবে হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।