গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮টা ৫৫ ভোট দিতে টঙ্গী দারুস সালাম কেন্দ্রে আসেন আওয়ামী ননোনীত মেয়র প্রার্থী আজমন উল্লা। তিনি ভোট দিয়ে বেরি হন ৮টা ০৩ মিনিটে।

সকাল ৭টা থেকে ভোট দিতে এ কেন্দ্র এসেছেন ভোটাররা। দীর্ঘ লাইন তবে সে তুলনায় ভোট কম কাস্ট হচ্ছে।

২৫১৬ জন ভোটারের এই কেন্দ্রে ৯টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার জাকির হাসান তালুকদার বলেন, এখনে সে হিসাব দিতে পারব না। ‘ভোট কেন কম কাস্ট হচ্ছে’ জানতে চাইলে তিনি বলেন, ইভিএমে কমই হয়। তা ছাড়া ইভিএম যন্ত্র নষ্ট হয়ে ছিল। এখন ঠিক করা হয়েছে।

লাইনে দাঁড়িয়ে থাকা আজমত আলী হাসু বলেন, লাইনে দাঁড়িয়ে আছি এক ঘণ্টা প্রায়। কিন্তু এখনো ভোট দিতে পারিনি।

লিটন মিয়া জানান, ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন তিনি। তিনি বলেন, ভেজাল না করলে ভোট ভালো হবে।