পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের নুর মোহাম্মদ মৃধা, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো: সেলিম মিয়া, মোটরসাইকেল প্রতীকের নুরুজ্জামান নিরু, আনারস প্রতীকের কামাল হোসেন, টেলিফোন প্রতীকের মো: বাদশা খান ও চমশা প্রতীকের মো: সোহেল হোসেন (চশমা)।

সরেজমিনে দেখা যায়, কাকড়াবুনিয়া ইউনিয়নের পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া উপ-নির্বাচনে মোট ১৫ হাজার ৫২৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৮৫৮ জন এবং নারী ভোটার ৭ হাজার ৬৭১ জন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোস্তফা কামাল জানান, এ পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: সাইয়েমা হাসান বলেন, পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার মোতায়ন দেয়া হয়েছে। প্রশিক্ষিত প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের দায়িত্বে আছে। জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।