সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ ও সরকারি কর্মকর্তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ভিডিওকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ।

রবিবার (৪ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডিবি প্রধান।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমতি প্রাপ্তি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এর জন্য একাধিক অনুমোদনের প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানো হয়। এসব গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙা যাবে না।

ডিবি প্রধান বলেন, ‘সরকারি কর্মকর্তাদেরও অন্যদের মতোই পরিবার আছে এবং বিশেষ কারণে তাদের ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে এ ধরনের ভিডিও বানালে পুলিশের মনোবল ভেঙে পড়বে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

সম্প্রতি ডিবি প্রধান হারুন সিঙ্গাপুরে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি নিয়েছিলেন। ছুটির আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আর দেশে ফিরবেন না বলে গুঞ্জন ওঠে।