গাজীপুরে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার লাশ মহানগরীর গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়।

নিহতের নাম- মো. শাহরিয়ার দিনার (১৬)। সে ময়মনসিংহের ফুলপুর থানার আটকুচি এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইউনিক এডুকেয়ার স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

জিএমপি’র গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো শাহরিয়ার দিনার। সোমবার দুপুরে সে চার বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে পার্শ্ববর্তী ধীতপুর ঘাট এলাকায় যায়। তারা নদীতে নেমে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় শাহরিয়ার। বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদের সহায়তায় তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।