ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়ন্তী উর্বীর বাবার অনেক টাকা, তাই তার সুগার ডেডির দরকার নেই। ভদ্র, ভালো, এমনকি ছেলে বেকার হলেও বিয়ে সমস্যা নেই অভিনেত্রী প্রিয়ন্তীর।
সম্প্রতি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, অভিনয় ভাবনা ও বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনায় উঠে আসে এসব কথা।
তিনি বলেন, ‘আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, ঘুম থেকে উঠে কাজ করি, ওয়ার্কআউট করি। এটাই আমর লাইফ, খুবই রোবটিক। সো ওখানে নতুন করে কেউ এসে আমাকে কিছু করবে সেটা আমি চাই না, আর কখনো ভাবিও নাই। বললাম না, আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার।’
প্রিয়ন্তী বলেন, ‘আমার টাকা-পয়সা, বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি আমি সেটাতেই অনেক খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই আমি আছি না।’
চরকির অ্যানথোলজি সিনেমা ‘কোথায় পালাবে বলো রূপবান’-এ রূপবান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন প্রিয়ন্তী। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।
২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন প্রিয়ন্তী। ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।