ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বাংলার রুমির অবদান তুলে ধরা হয়। বাংলার রুমি সৈয়দ আহমাদুল হক চট্রগ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন।তিনি সম্প্রীতি বিকাশে সারাজীবন কাজ করেছেন । আজ দুপুর ৩ ঘটিকায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত চিলেন অধ্যাপক ড, মসিউর রহমান (মাননীয় উপচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় )বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড, অমিত দে (অধ্যাপক কলিকাতা বিশ্ববিদ্যালয় )অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড, আব্দুল করিম।

সাকিব
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ঢাবি