বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের শাহনেওয়াজ খানের বসতবাড়ীর হ্যাজবোর্ডের তালা ভেঙ্গে ডায়মন্ড,স্বর্নালংকার,শাড়ী কাপড়,ঘরের কোনে থাকা পানির মোটর,টিউবওয়েল,সহ ফ্রিজে রাখা কোরবানীর ১০ কেজি গরুর গোশ নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা। গৃহকর্তা শাহনেওয়াজ খানের ধারনা বাড়ীতে কেউ না থাকার সুযোগে গত ৮ ই সেপ্টেম্বর সকাল থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে শাহনেওয়াজ খান বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।