কক্সবাজারের টেকনাফে মির্জা জোড়া নামক সীমান্তে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথসহ নৌকা জব্দ করেছে। তবে রাতের অন্ধকারের সুযোগে নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার সকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ নাজিরপাড়া বিওপির মির্জা জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের তথ্য পেয়ে অবস্থান গ্রহণ করে বিজিবির টহল দল। রাতে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে মির্জা জোড়া নামক স্থানের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। তবে নৌকায় থাকা ব্যক্তিরা রাতের অন্ধকারের সুযোগে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।