সম্প্রতি টালিউড কন্যা পায়েল সরকার একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে সমুদ্র সৈকতের বালিতে বিকিনিতে শুয়ে থাকতে দেখা যায়। অন্তর্বাসের খোলামেলা ছবিতে এলোমেলো ভেজা চুল ও চোখের গভীর চাহনি তার। হলদু রঙের বিকিনিতে আবেদনময়ী ছবিটি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘সানডে থ্রোবাক।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রীর ছবিতে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু নেটিজেনদের একাংশ মুগ্ধ হলেও আবার আপত্তি জানিয়েছেন কেউ কেউ। কারও মন্তব্য, আমার ক্রাশ। আবার কেউ লিখেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দেবে, সবার ঘুম উড়িয়ে দেবে। কিন্তু নানা মন্তব্যের মধ্যেই অধিকাংশ মন্তব্য প্রকাশের অযোগ্য।

শুধু পায়েলই নয়। এর আগে টালিউডের শুভশ্রী গাঙ্গুলি থেকে, নুসরাত জাহান কিংবা কোয়েল মল্লিক―সবাইকে সোশ্যালে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে তাদের কেউই নেটিজেনদের মন্তব্যে কর্ণপাত করেননি। বরং তারা নিজ স্বাধীনতা ও ইচ্ছায় নিজের মতো জীবন কাটানোর কথা বলেছেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে টালিউডে যাত্রা হয় পায়েল সরকারের। এরপর অনেক সিনেমায় দেখা গেছে তাকে। মাঝে রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। একুশের বিধানসভা নির্চানের আগে বিজেপিতে যোগ দিয়ে বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জির কাছে পরাজিত হন। তারপর ফের সিনেমায় নিয়মিত হতে থাকেন এ অভিনেত্রী