বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলা পরিষদে অবস্থিত মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল, মানব দর্পণ পত্রিকার সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. তারিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।