তামিম ইকবাল আছেন, তামিম ইকবাল নেই- কোনো সিদ্ধান্তেই যেন আসতে পারছে না ক্রিকেট বোর্ড। এখনো দোলাচলে উভয় পক্ষ। তবে এবার একটা সমাধানে আসতে চাচ্ছে ক্রিকেট বোর্ড ও তামিম। খুব দ্রুতই নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের ভাগ্য।

তামিম ইকবাল শেষ টেস্ট খেলেছিলেন গত মার্চে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আগে খেলেছিলেন গত বছরের জুলাইয়ে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সুযোগ ছিল খেলার, তবে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম।

অবসর কাণ্ড, অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে বিশ্বকাপেও নিজেকে দলে রাখেননি তামিম। টি-টোয়েন্টি ছেড়েছেন বহু আগে। তাই এবার ঠিক কী করতে চান তামিম, কিংবা বাংলাদেশ দল তামিমের কাছে কী চায়; তা নিয়ে বোঝাপড়ায় বসতে যাচ্ছে উভয় পক্ষ।

এই প্রসঙ্গে শনিবার পরিচালনা বিভাগ প্রধান জালাল ইউনুস বলেন, ‘সে বলেছে ২২ তারিখ আসবে। এসে বোর্ডের সাথে বসবে। তারও পরিকল্পনা জানতে হবে আমাদের। আলাপ করে দেখব তার অবস্থাটা কী।’

কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ হয়েও একজন ক্রিকেটার বিনা কারণে সিরিজ মিস দিতে পারেন কিনা―এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সাথে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে- এখন ব্যাটে-বলে নেই। আগে আসুক, এরপর তার সাথে আলাপ করলে বোঝা যাবে।’