ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবাল আগামী বিপিএল দিয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন। সোমবার বনানীতে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার খ্যাত তামিম।

তামিম বলেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যতটা কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। এসব নিয়ে পাপন ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে।’

তিনি বলেন, ‘উনারও (বিসিবি সভাপতি) অনেক কিছু শেয়ার করার ছিল। আমি তাদের বলেছি, কী করতে চাই, না চাই। তারপরে উনি বললেন, যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত উনার অনেক ব্যস্ততা আছে। জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন একটু থামতে। আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবো। এরপর ধারণা পাবেন কি করব না করব।’

সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বোর্ড সভাপতি অপেক্ষা করতে বলায় তিনি তাদের চাওয়াকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত জানাতে অপেক্ষা করবেন। জাতীয় নির্বাচন এবং বিপিএলের পরে সিদ্ধান্ত জানাবেন তিনি।