প্রথম সেশন শেষে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ। তাউজুল-মিরাজ মিলে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের টপ অর্ডার। ফিরেছেন দুই ওপেনার। ২৪ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান।

স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠবেন জানা ছিল। যদিও অবিশ্বাস্য কিছু করা হয়নি, তবে ইনিংসের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি টাইগার বোলাররা। ৫০ রানের আগেই সাজঘরে ফেরান উভয় ওপেনারকে।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙে ৩৬ রানে। টম লাথামকে ফেরান তাইজুল ইসলাম। ৮ রান যোগ হতেই আরেক ওপেনার ডেভন কনওয়েকে ঝুলিতে পুড়েন মেহেদী মিরাজ।

লাথাম ২১ ও কনওয়ে আউট হন ১২ রানে। লাঞ্চের আগ পর্যন্ত কেন উইলিয়ামসন ২৬* ও হ্যানরি নিকোলস অপরাজিত আছেন ১১ রানে।

এর আগে বুধবার দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম বলেই শরিফুল আউট হলে আগের দিনের সংগ্রহ ৩১০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমুদুল হাসান জয়। ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস।