বিএনপি আবারও ১৮ ডিসেম্বর সোমবার সকাল-সন্ধ্যা ডাক দিয়েছে।
বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হরতালের ডাক দেন।

অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর থেকে ‘নির্বাচনী কাজে বাধা হতে পারে’ এমন সভা সমাবেশ বা অন্য যে কোনও প্রকার রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। উল্লখ্য, ১৮ই ডিসেম্বর থেকে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।