হৃদরোগে আক্রান্ত পাবনা প্রেসক্লাবের জৈষ্ঠ্য সদস্য, সাংবাদিক এইচ কে এম আবু বকর সিদ্দিক বেশ কয়েকদিন হৃদরোগে আক্রান্ত হয়ে পাবনা ও ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর বিশেষ তত্বাবধানে ও আন্তরিকতায় রোববার সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) কার্ডিয়াক ইউনিটে ভর্তি হয়েছেন।
রাষ্ট্রপতি মহোদয়ের ব্যক্তিগত চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন রাষ্ট্রপতি মহোদয়ের নির্দেশে সাংবাদিক আবু বকর সিদ্দিকের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
সাংবাদিক আবু বকর সিদ্দিক বর্তমানে ডি ব্লকের সিসিইউ-৩ (ক্রিটিক্যাল করোনারী কেয়ার ইউনিট) এর ৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্রপতির স্কুুল জীবণের বাল্য বন্ধু পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন অসুস্থ্য সাংবাদিক আবু বকর সিদ্দিকের।
সাংবাদিক আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বড় ছেলে পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী এবং ছোট ছেলে প্রেসক্লাবের সদস্য, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি ও পাবনা কলেজের প্রভাষক আরিফ আহমেদ সিদ্দিকীসহ পরিবারের সকল সদস্যবৃন্দ।