বাগেরহাট থেকে রুহুল আমিন: বাগেরহাটের কৃতি সন্তান জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মোঃ রতন শেখ”রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা”মনোনীত হয়েছেন । গত ১লা ডিসেম্বর ২০২২ হতে ১০ই জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রপতির পুলিশ পদক মনোনীত করা হয় । দেশ বিদেশ থেকে জাফলং ভ্রমণে আসা পর্যটকদের পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করায় আসন্ন পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে তাকে মনোনীত করা হয় ।রতন শেখ ২০১০ সাল এবং ২০২০ সালে আইজিপি পদক প্রাপ্ত, ২০২২ সালের শুদ্ধাচার পুরস্কার ,২০১৪ সালে জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক , ২০১৯ সাল থেকে অদ্যবধি জাফলং পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছেন । আগামী ২৮ ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহন করবেন খ্যাতিমান ওসি রতন শেখ । ওসি রতন শেখ এর সাথে কথা হলে এ তিনি জানান, সততা নিষ্ঠা কর্তব্য ও দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর রাষ্ট্রপতি পদক বাদে সব পদক গ্রহন করেছি, এখন পুলিশের সর্বশেষ পদক রাষ্ট্র পতি পদকে মনোনীত হয়েছি। তিনি আরো জানান,আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই ইনশাআল্লাহ। রতন শেখ বাগেরহাট শহরের হরিনখানা গ্রামের মৃতঃ ইসমাইল শেখের কৃতি সন্তান।