নির্ভর করতে পারিনি
—কলমে : পম্পা ঘোষ (ভারত)

তোর সাথে আমরা আর দেখা না হোক,
কেন জানিস সুব্রত?
তোর মনে আছে কতদিন কত ভাবে
আমি তোকে আমার ভালোবাসা
বোঝানোর চেষ্টা করেছিলাম।
তুই সেদিন নির্বিকার ছিলিস।
কত আকার ইঙ্গিতে ইশারায়
তোকে ভালোবাসি বোঝানোর চেষ্টা করেছি।
তুই বুঝেও শুধু অভিনয় করে গেলি
জানিনা সেদিন তোর মনে কি ছিল?
আমার কেন জানি না মনে হতো
তুই আমাকে ছাড়া আর কাউকে ভালবাসতে পারিস না।
কিন্তু এই ভুলটা আমার ভেঙ্গেছে
আমি তোকে চিনতে শিখেছি।
কখন বুঝলাম বলতো
যখন তুই বিতান কে দিয়ে খবর পাঠালি
অন্য কাউকে বিয়ে করে নেয়ার জন্য।
ঠিক তখনই বুঝেছিলাম
তোর দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতাই নেই।
আসলে আমার ভালোবাসা
মুখ ফুটে তোকে বলাই হলো না ।
নীরবে শুধু বয়ে বেরিয়েছি মনের ভিতর,
তুই হয়তো গভীর ভাবেএকদিন ভাববি ।
সেদিন আর কোন ফেরার পথ থাকবে না,
তবে জানিসতো,
তোর সঙ্গে আমার আর দেখা না হোক।
তোর সঙ্গে আমার দেখা হলে বিগত ভালবাসা উজাড় করে গল্প করবো।
তখন হয়তো আমার চোখে আসবে জল ‘
জানিনা তোর অপরাধবোধ আছে কিনা।
তুই কেন সেদিন নিজেকে তৈরি করলি না,
তাহলে যত কষ্টই হোক, সুন্দর একটা সংসার হতো আমাদের।
তোর মধ্যে শক্ত একটা মানুষ ছিল না,
যাকে আঁকড়ে ধরে বাঁচা যায়।
তোকে ছেড়ে আসার অনেক কারণ ছিল,
তোকে ছাড়ার সিদ্ধান্তটা সঠিক ছিল।
তোর ঠিক দায়িত্ব নেয়ার মত সাহস ছিল না।
তোকে ঠিক ভরসা করা যেত না।
বাইরে থেকে দেখা ভেতরটাকে চেনা হয়তো সহজ হয়েছিল।
জোর করে তোকে আটকে ধরে রেখে,
জীবনে শুধু অপমানিতই হতাম।
তোকে ছেড়ে আসার অনেক কারণ ছিল।
তোর সঙ্গে আমার আর দেখা না হোক