বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাগেরহাট জেলা লিগ্যাল এইড অফিসের সাথে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির এক বিকল্প বিরোধ নিষ্পত্তি / মেডিয়েশন বিষয়ে প্রচারণামূলক মতবিনিময়৷ সভা বুধবার ২৭মার্চ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শহরতলীর শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক খান রেজাউল ইসলাম। উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, বেমরতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান মোহন, জেলা জমিয়ত আহলে হাদীস সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কেন্দ্রীয় জমিঈয়ত আহলে হাদীস মসজিদের সভাপতি মোঃ ইউসুফ আলী, মসজিদের খতিব ও ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আক্কাস আলী হাওলাদার, শেখ নজরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মিলন ডাকুয়া ফরাদ, মাহাফুজা করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম চরগ্রামে শাহানা আক্তার ও শেখ আশরাফ আলী খোকন এর মধ্যকার জমির পরিমাপ পরিদর্শন করেন।