জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ওই পরীক্ষার পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই মানববন্ধন করে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, আগামী মাসে (মে) অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। প্রতিটি পরীক্ষার মাঝে একদিনের বন্ধ রয়েছে। তাদের দাবি প্রতিটি পরীক্ষার মাঝে ২-৩ দিন বিরতি দিতে হবে। অবিলম্বে তারা রুটিন পরিবর্তনের দাবি জানান।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার সংশোধিত রুটিন বৃহস্পতিবার ঘোষণা করা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেয়া) হয়েছে। প্রতি পরীক্ষায় মাঝে যথেষ্ট বিরতি দেয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ের কারণে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানববন্ধনের বিষয়টি জানা নেই। পরীক্ষার বিষয়ে তাদের দাবি নিয়ে কেউ আমার কাছে আসে নি।’

উল্লেখ্য, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে।