গাজীপুরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার মহানগরীর কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডের জমিদার মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম সোহেল রানা (৪২)। সে স্থানীয় কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফিরা করছিল সোহেল রানা। শনিবার স্থানীয়রা ওই মাঠে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তীব্রতাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।