টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে মহেড়া রেলস্টেশন ক্রসিংয়ের সময় এ ঘটনা ঘটে।

এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টা ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

বিকেল পাঁচটার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন মহেড়া স্টেশনে থামে। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে আগুন লাগার কথা স্টেশনে কর্মরতদের জানান। স্টেশনের কর্মচারীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে যাত্রাবিরতির পর অতিরিক্ত প্রায় দেড় ঘণ্টা সময় আটকে থাকে।

মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, প্রথমে ট্রেনের যাত্রীরা আগুন লাগার কথা তাদের জানান। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ট বগিতে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে।

মির্জাপুর রেলস্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, মহেড়াতে ট্রেনে আগুনের ঘটনায় মির্জাপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হয়।