সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইন সহায়তা দিবস -২০২৪ বাগেরহাটে পালিত হয়েছে। স্মার্ট লিগাল স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল বুধবার সকাল ৯ টায় বাগেরহাট জেলা জজ আদালত হতে বন্যার আয়োজন করা হয়। র‍্যালিতে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ নূর নবী,নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল এর বিচারক মোঃমঈন উদ্দীন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি,জেলা প্রশাসক মোহাঃখালিদ হোসেন,পুলিশ সুপার আবুল হাসনাত খান,বিভিন্ন পর্যায়ের বিচারক বৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপার, জেলা জজ আদালতের কর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ সমিতির সকল সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর ও ব্র্যাক,জাতীয় মহিলা সংস্থা, বাঁধন সংঘ,বাংলাদেশ জাস্টিস অ্যান্ড কেয়ার এবং লিগ্যাল এইডের সুবিধা ভোগী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের প্রায় ২০০০ ব্যক্তি অংশগ্রহণ করে।রিয়েলিটি বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন হতে ভিআইপি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে উপস্থিত তাৎপর্য উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা হাওলাদার ও ছায়া রানি শীল তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। আলোচনা সবার শেষে সেরা পেনেল আইনজীবী হিসাবে ফৌজদারী মামলায় নিষ্পত্তিতে এডভোকেট শেখ মনিরুজ্জামান,পারিবারিক মামলায় নিষ্পত্তিতে অ্যাডভোকেট মস্তুজা সোহেল আহমেদ কে, দেওয়ানী মামলায় নিষ্পত্তিতে এডভোকেট শেখ নূর মোহাম্মদ ও এডভোকেট অনিমা সিংহকে যৌথভাবে পুরস্কার প্রদান করা হয় । পরের সিভিল সার্জন অফিসের মাধ্যমে রক্তদান কর্মসূচি জেলা লিগাল৮ অফিসে পালন করা হয়। আলোচনা সভায় বাগেরহাট জেলা লিগ্যা ল এইড অফিসের কার্যক্রম নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম বক্তৃতা করেন। এনজিওদের মধ্যেও ব্র্যাক,বাঁধন সংঘ, রূপান্তর জেলা জজ আদালত প্রাঙ্গনে স্টার সাজিয়ে সভা বৃদ্ধি করেন।