ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। এবারই সর্বোচ্চ সংখ্যক দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। অংশ নিতে যাওয়া ২০ দেশের মধ্যে বেশিরভাগই তাদের দল ঘোষণা করেছে। গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে থেকে বাদ পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে খেলা সাইফউদ্দিন আহমেদ।

জিম্বাবুয়ে সিরিজে খুব একটা খারাপ করেননি সাইফউদ্দিন। ব্যাটিংয়ে তেমন সুযোগ না পেলেও বল হাতে ৪ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। তার জায়গায় তরুণ তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে বাংলাদেশ।

সাইফউদ্দিনকে বাদ দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সাকিব (তানজিম হাসান) আর সাইফউদ্দিনের বিষয়ে যেটা বলব, সাকিব আমার মনে হয় এখন যে অবস্থায় আছে, ওর বলে পেসটা (গতি) সাইফউদ্দিনের থেকে বেশি। সাইফউদ্দিনের কাছে (জিম্বাবুয়ে সিরিজে) যেরকম আশা করছিলাম, ওই অনুযায়ী আমার মনে হয় একটু কম-বেশি (পারফরম্যান্সে) ছিল। দুজনেই খুব কাছাকাছি অবস্থানে ছিল। তবে আমাদের কাছে সাইফউদ্দিনের চেয়ে সাকিবের ওপর কনফিডেন্ট বেশি মনে হয়েছে। ওখানকার কন্ডিশন, সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে সাকিব বেটার অপশন হবে।’

দল নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছে জানিয়ে শান্ত বলেন, ‘টিম সিলেকশনের বিষয়টি নিয়ে আমরা বেশ আগে থেকেই… তিন সিলেক্টর ও কোচ আমরা আলোচনা করেছিলাম। শুধুমাত্র যে জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল, সেটা না। এর আগে থেকেই আমাদের সবার মধ্যে আলোচনা চলত। আমরা কোন কম্বিনেশনে যাব, সবাই মিলে ডিসিশন নিয়েছি, প্রত্যেকটা মিটিংয়ে আমি, কোচ, তিনজন নির্বাচক ছিলেন। সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা।’

বেশ কয়েক সিরিজ ধরেই ফর্মে নেই লিটন দাস। তবে বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ ম্যানেজমেন্ট। শান্ত বলেন, ‘লিটন আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সবাই জানি। যদিও সম্প্রতি কয়েকটা সিরিজ হয়ত ভালো যায়নি। এটা হতে পারে। প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে। কিন্ত শেষ মুহূর্তে আমরা কেউই চাইনি একটা নতুন খেলোয়াড় দলে হঠাৎ করে চলে আসুক। কারণ নতুন খেলোয়াড়টা… এরকম বড় একটা ইভেন্ট তার জন্য হয়তো কঠিন হবে। তাই এখানে অভিজ্ঞতার মূল্য দিয়েছি।’

তাসকিনকে নিয়েও আশার কথা জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে। প্রথম ম্যাচ থেকেই তাকে আমরা পাব। ও অবশ্যই আমাদের অন্যতম সেরা বোলার, মেইন বোলার বলব। না থাকতে পারলে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাতে হবে। তবে আমি যেটা আশা করি বা মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে।’