নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সিদ্ধিরগঞ্জে পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় সকাল ৮ টায় বিদ্যুতের খুঁটির সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত অনি রানী রংপুরের কাউনিয়া ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপ বাবুর বাড়িতে ভাড়া থাকেন। চাকরি করতেন সিদ্ধিরগঞ্জ নীট কর্নসার্ন গার্মেন্টসে।

এসময় ঘাতক গাড়ির চালক ইকবালকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। ইকবাল নারায়ণগঞ্জ খানপুর এলাকার খোকনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেছেন, রবিবার সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকাপ ট্রাকের ধাক্কায় এক নারী মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা গাড়ি টি জব্দ ও চালককে আটক করেছি।

এ ঘটনার পরবর্তী কার্যক্রম আইনানুগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।