অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে শান্তি ফেরাতে না পারলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে আজ বুধবার সাংবাদিকদের এ কথা কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি-শৃঙ্খলা আনতে না পারলে, তারও পরিণতি এ রকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। ছাত্র-বন্ধুদের অভিনন্দন জানিয়ে তাদের বলব, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব।

শিক্ষার্থীরা বিপ্লব ঘটিয়েছে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সব ছাত্রনেতাদের বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক পরুন।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।’

প্রসঙ্গত, ফ্রান্সের প্যারিস থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।