গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। তারস্থলে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে বন্দিরা হঠাৎ বিদ্রোহ ও দাঙ্গা শুরু করে। দুপুরে তারা কারা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলে। বন্দিরা কারাগারের ভিতরের বিদ্যুতের খুঁটি উপড়িয়ে মই বানিয়ে ওই মই বেয়ে এবং প্রাচীরের ভাঙ্গা অংশ দিয়ে পালিয়ে যেতে থাকে। এসময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের উপর হামলা করে। এতে ২৫-৩০জন কারারক্ষী আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে। তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যার্থ হয়। একপর্যায়ে কারারক্ষী ও সেনাসদস্যরা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ বন্দি নিহত হয়েছে এবং ২০৯ বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে। পরে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার এ ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়।