পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট )যোহরের নামায শেষে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে তার জানাজা নামাজ পড়ানো হয়। জানাজা নামাজ শেষে কেন্দ্রিয় মসজিদ মোড়ে তাকে গার্ড অফ অর্নার দেয়া হয়। এসময় মুক্তিযোদ্ধা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
গাজী নুরুজ্জামান বাবুলের বুধবার ০৭ আগষ্ট দুপুর দেড়টার সময় ঢাকার হোলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকস্, হৃদযন্ত্র ও মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা নামাজ হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি ভঅন্ডারিয়ায় দ্বিতীয় জানাজা নামাজ পড়া হয়।
গাজী নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘ দিন সভাপতির দ্বায়িত্ব পালন করেন। শৈ^রশাসক এরশাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল পিরোজপুরে অগ্রনী ভুমিকা পালন করেন।