বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।’

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে। এই ঘটনায় কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তা তদন্তের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। স্মারকলিপি দেওয়া হয়েছে।’

এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ছিল জানিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। বিদেশি শক্তির হস্তক্ষেপে এই ঘটনায় আওয়ামী লীগ সরকার সরাসরি জড়িত বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল এই হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আওয়ামী সরকারের আমলে তা সম্ভব হয়নি। এখন সুযোগ এসেছে। আমরা আশাবাদী আমরা সুষ্ঠু বিচার পাব।’